img
মনে রেখো জনগণ কারা? তোমার বাপ, তোমার ভাই। তোমাদের মাইনে কোত্থেকে আসে? বাংলার দুখী মানুষের ট্যাক্সের টাকা দিয়ে। তোমরা তাদের মালিক নও, তোমরা তাদের সেবক। তাদের অর্থে তোমাদের সংসার চলবে। তাদের শ্রদ্ধা করতে শেখো, তাদের ভালোবাসতে শেখো।

Login now